চেক হলো এক ধরনের হস্তান্তরযোগ্য লিখিত দলিল যার মাধ্যমে ব্যাংক হতে অর্থ প্রদান করা হয়। কিন্তু শুধু চেক থাকলেই ব্যাংক থেকে যে টাকা পাবেন এমনটা নয়।
কারণ চেকের মেয়াদ উত্তীর্ণ হলে সেই চেকের কোন মূল্য থাকে না। তাই আসুন, চেকের মেয়াদ কতদিন থাকে এবং বৈধ চেকের মেয়াদ কত মাস তা জেনে নেই।
চেকের মেয়াদ কতদিন থাকে?
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চেকের মেয়াদ ১৮০ দিন থাকে। অর্থ্যাৎ, বাংলাদেশে বৈধ চেকের মেয়াদ ৬ মাস থাকে। কোন চেক ইস্যু করার তারিখ হতে ৬ মাস পর্যন্ত চেক কার্যকর থাকে।
বৈধ চেকের মেয়াদ কত মাস থাকে?
বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, বৈধ চেকের মেয়াদ ৬ মাস থাকে। চেক ইস্যু করার পরে তা ৬ মাস পর্যন্ত কার্যকর থাকবে।
একটি বৈধ চেকের মেয়াদ কতদিন
একটি বৈধ চেকের মেয়াদ ১৮০ দিন পর্যন্ত থাকে। অর্থাৎ, একটি বৈধ চেকের সময়সীমা থাকে ৬ মাস পর্যন্ত।
ব্যাংক চেকের বৈধতার মেয়াদ কতদিন
বাংলাদেশের যেকোন ব্যাংক চেকের বৈধতার মেয়াদ ১৮০ দিন পর্যন্ত। দেশের যেকোনো ব্যাংক চেকের ৬ মাস পর্যন্ত মেয়াদ থাকে।
আরো পড়ুনঃ আউটসোর্সিং চাকরির মেয়াদ, বেতন
সরকারি চেকের মেয়াদ
সরকারি চেকের মেয়াদ ছয় মাস। সরকারি চেক ইস্যু হবার তারিখ হতে ছয় মাস পর্যন্ত এর মেয়াদ থাকে। তাই যেকোনো সরকারি চেকের মেয়াদ সর্বোচ্চ ছয় মাস।
চেকের সময়সীমা কত?
একটি চেকের সময়সীমা ১৮০ দিন বা ৬ মাস। চেক ইস্যু করার পরে ১৮০ দিন পর্যন্ত এর সময়সীমা থাকে। এই ১৮০ দিনের মধ্যে এই চেক দিয়ে ক্যাশ টাকা উঠাতে পারবেন।
ব্যক্তিগত চেকের মেয়াদ শেষ হয়?
ব্যক্তিগত চেকের মেয়াদ অবশ্যই শেষ হয়। ব্যক্তিগত চেকের মেয়াদ যদি ছয় মাস উত্তীর্ণ হয়ে যায় তাহলে সেই চেকের মেয়াদ শেষ হয়ে যায়।
৬ মাস পর চেক ক্যাশ করা যাবে কি?
যেকোন চেক ইস্যু হবার ৬ মাস পর চেক ক্যাশ করা যাবে না। অর্থ্যাৎ, চেক ইস্যু হবার ৬ মাসের মধ্যেই ক্যাশ করতে হবে। তা নাহলে পরবর্তীতে সেই চেক দিয়ে টাকা উত্তোলন হবে না।
আরো পড়ুনঃ সিম রেজিস্ট্রেশন বাতিল করার নিয়ম
চেকের মেয়াদ শেষ হলে করনীয়
চেকের মেয়াদ শেষ হলে আমরা অনেকেই আইনের সহায়তা নিয়ে থাকি। কিন্তু চেকের মেয়াদ শেষ হলে আইনের সহায়তা নিয়ে কোন লাভ হবে না। কারণ চেক ইস্যুর ৬ মাসের মধ্যে আইনি সহায়তা নিতে পারবেন কিন্তু ৬ মাস পার হলে আর কোন আইনি সহায়তা নেয়া যাবে না।
FAQ’s
ব্যক্তিগত চেকের মেয়াদ কতদিন?
ব্যক্তিগত চেকের মেয়াদ ১৮০ দিন পর্যন্ত থাকে।
বাংলাদেশে চেকের মেয়াদ কতদিন?
বাংলাদেশের যেকোন ব্যাংকের চেক এর মেয়াদ ১৮০ বা ৬ মাস থাকে।
ফাঁকা চেকের মেয়াদ শেষ হয়?
ফাঁকা চেকে যদি তারিখ উল্লেখ না থাকে সেক্ষেত্রে এই চেকের মেয়াদ শেষ হয় না। কিন্তু ফাঁকা চেকে যদি তারিখ উল্লেখ থাকে তাহলে সেই তারিখ হতে ৬ মাস পরে চেকের মেয়াদ শেষ হয়ে যায়।
বাংলা টেক ওয়েবসাইট। সকল টেকরিলেটেড তথ্য নির্ভূল ও সবার আগে পড়তে বঙ্গ টেক বিডির সাথেই থাকুন।
Pingback: সত্যায়িত কাগজের মেয়াদ কতদিন থাকে - Bongo Tech BD